AI কি তোমার চাকরি খেয়ে নেবে?
দেখো, AI হয়তো তোমার চাকরি খেয়ে নেবে না |
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, তুমি যদি AI না জানো, তাহলে কিন্তু, তুমি অনেক পিছিয়ে পড়বে |
কারণ, অনেকগুলো রয়েছে | এই কারণগুলোই আমরা এক এক করে দেখে নেব।
১ ) অন্যরা, যারা AI জানে তারা তোমার থেকে এগিয়ে যাবে
আচ্ছা, এই যে বলছি, যে যারা AI জানে, তারা তোমার থেকে অনেক এগিয়ে যাবে, যদি তুমি AI না জানো…এর কারণ হলো AI ইউজ করে, তুমি যে কোন ধরনের কাজ এখনকার দিনে নিমেষের মধ্যে করে নিতে পারো।
যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে,
যদি তুমি গ্রাফিক ডিজাইনিং না জানো, তাহলে এমন অনেক AI Tool রয়েছে, যেগুলো তোমার গ্রাফিক ডিজাইনিং এর কাজটি নিমেষের মধ্যেই করে দেবে |
যেকোনো ধরনেরই তোমার রিকোয়ারমেন্ট থাকুক না কেন, বর্তমানে এমন প্রচুর AI Tool রয়েছে, যেগুলি তোমার যেকোনো ধরনের গ্রাফিক ডিজাইনিং এর কাজটি নিমেষের মধ্যে করে দেবে
এবং এই টুলগুলি প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে আরো উন্নত মানের AI Tool আবিষ্কার হবে, যেগুলি মানুষের দৈনন্দিন কাজ সমাপন করতে সক্ষম হবে শুধুমাত্র একটি Prompt এর সাহায্যে |
২) পৃথিবীর সমস্ত কোম্পানি, ভবিষ্যতে যারা AI জানে, শুধুমাত্র তাদেরই কাজে নেবে
যেহেতু AI Tool ইউজ করে বিভিন্ন ধরনের কমপ্লেক্স কাজকে খুব সহজেই নিমেষের মধ্যে করে ফেলা সম্ভব, তাই পৃথিবীর প্রতিটি কোম্পানি সেটা যে কোন ফিল্ডের কোম্পানি হোক না কেন, তারা AI ইউজ করাকে বাধ্যতামূলক করে দেবে |
কারণ, এতে করে তাদের অনেক সাশ্রয় হবে অর্থের দিক থেকে এবং সময়ের দিক থেকে | এবং
শুধু সেটাই না, এতে করে তাদের মজুরিও কম দিতে লাগবে | তাই পৃথিবীর প্রতিটি কোম্পানি এমন কর্মচারীদেরই শুধুমাত্র নিয়োগ করবে যারা নাকি AI Tool যথোপযুক্ত ইউজ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল |
তাই আর ভেবে কাজ নেই | আর দেরি করে কাজ নেই | যদি আপনি ভবিষ্যতের ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান, তাহলে আজই AI শেখা শুরু করুন।